North24Paragana1

Apr 02 2023, 10:00

*টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ নিয়ে জগদ্দলের কাউগাছিতে তৃণমূলের কাঁদা ছোরাছুরি*


উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েতে সার্ভে কাজ পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে জগদ্দল বিধানসভার অন্তর্গত কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান চৈতালি কর্মকারের বিরুদ্ধে। অভিযোগকারী, শ্যামনগর দোলতলা মাঠ এলাকার বাসিন্দা তৃণমূল কর্মী শ্রীমতি দে। কাউগাছি-১ তৃণমূল সভাপতি স্বপন মন্ডলের পরামর্শ অনুযায়ী গত ২৭ মার্চ বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত ওই মহিলা। আর এই ঘটনাকে কেন্দ্র করে জগদ্দলের কাউগাছিতে পঞ্চায়েত প্রধান চৈতালি কর্মকার ও কাউগাছি-১ তৃণমূল সভাপতি স্বপন মন্ডলের কাজিয়া চরমে। যদিও পঞ্চায়েত প্রধান চৈতালি কর্মকারের অভিযোগ, দু-তিন মাস আগে স্বপন মন্ডল একটা পুকুর ভরাট করছিলেন।

সেই অবৈধ কাজে তিনি বাঁধা দেন। তাই স্বপন মন্ডল শ্রীমতি দে নামক ওই মহিলাকে দিয়ে তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকুরী পাইয়ে ফেবার অভিযোগ খাড়া করেছেন। এমনকী চৈতালি দেবী দাবি করেছেন, শ্রীমতি দে নাকি বিজেপি করেন। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে প্রধানের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন কাউগাছি-১ তৃণমূল সভাপতি স্বপন মন্ডল।এই বৈঠকে হাজির ছিলেন প্রতারিত তৃণমূল কর্মী শ্রীমতি দে।

পুকুরের মালিক বেবী দাসকে পাশে বসিয়ে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খন্ডন করে স্বপন মন্ডল। তার কথায়, ওটা পুকুর নয়। ওটা দু-কাঠা আয়তনের ডোবা। কিন্ত ওই ডোবার মালিক বেবী দাস ভদ্রকে অন্ধকারে রেখে পঞ্চায়েতের পক্ষ থেকে ওই ডোবায় ময়লা আবর্জনা ফেলা হচ্ছিল। অপরদিকে তৃণমূল কর্মী শ্রীমতি দে-র দাবি, পঞ্চায়েতে কাজ দেওয়ার নাম করে প্রধান তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা নিয়েছিলেন।

কাজ না হওয়ায় প্রধানের কাছে তিনি টাকা চেয়েছিলেন। টাকা চাওয়াতে প্রধান ক্ষেপে গিয়ে তাকে বিজেপির তকমা লাগিয়ে দিয়েছেন। এই ঘটনা নিয়ে বিজেপির ব্যারাকপুর জেলার সম্পাদক পল্লব কান্তি দাস বলেন, অভিযোগকারী মহিলা শ্রীমতি দে বিজেপির কেউ নন। দলের কোনও কার্যক্রমে ওই মহিলাকে দেখা যায়নি। তবে ওনি তৃণমূল করেন এটা জানি।

North24Paragana1

Apr 01 2023, 19:29

শিবপুরের ঘটনা ধামা চাপা দেওয়ার জন্যই সিআইডি তদন্ত দেওয়া হয়েছে দাবি বিজেপি নেতার


উত্তর ২৪ পরগনা: উস্কানিমূলক বার্তার জন্যই হাওড়ার শিবপুরে এইরকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আর সেই ঘটনাকে থামা চাপা দেওয়ার জন্যই সিআইডির তদন্ত দেওয়া হয়েছে। আমরা চাই এএনআই বা কেন্দ্রীয় কোন গোয়েন্দা সংস্থাকে এই তদন্তের ভার দেওয়া হোক। হাসনাবাদের রামনবমীর শোভাযাত্রা এসে এমনটাই মন্তব্য করলেন সর্বভারতীয় বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ।

শ্রী রামনবমীর উদযাপন সমিতির টাকিনগরের উদ্যোগে শনিবার হাসনাবাদ হল বর্ণাঢ্য শোভাযাত্রা। হাসনাবাদের বিএসএফ মাঠ থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। হাসনাবাদ থানার মোড় হয়ে মার্টিন রোড হয়ে টাকি শহর ঘুরে আবার হাসনাবাদের বিএসএফ মাঠেই সমাপ্ত হয় এই বর্ণাঢ্য রামনবমীর শোভাযাত্রা। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা সায়ন্তন ব্যানার্জি, রাজু বন্দ্যোপাধ্যায় সহ প্রায় ১০ হাজার রাম ভক্তরা।

এই রামনবমীর শোভাযাত্রায় এসে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন সর্বভারতীয় বিজেপি সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন," উস্কানিমূলক বার্তার জন্যই হাওড়ার শিবপুরে এমনই এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আর সেই ঘটনা পুলিশ নীরবে দাঁড়িয়ে থেকে দেখেছে।এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য সিআইডি তদন্ত দেওয়া হয়েছে। আমরা চাই এন আই বা কেন্দ্রীয় কোন গোয়েন্দা সংস্থাকে এই তদন্তের ভার দেওয়া হোক। কেন্দ্রীয় শিশু কমিশনারের বেশ কয়েকজন অফিসাররা এ রাজ্যে এসেছিল তাদের ধাক্কাধুক্কি দেওয়া হয়েছে।

পাশাপাশি, রাজ্য পুলিশ তাদের অসহযোগিতা করেছে, এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,"পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা বলে কিছু নেই।দোষীদের কোন শাস্তির ব্যবস্থা রাজ্য সরকার করে না, পশ্চিমবঙ্গের ধীরে ধীরে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। মিড ডে মিলের জন্য কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকারকে ছশো কোটি টাকা দেওয়া হয়েছে, অথচ রাজ্য সরকার বলছে কোন টাকা দেওয়া হয় না কেন্দ্র সরকার থেকে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,'কেন্দ্র সরকার থেকে সব টাকাই রাজ্যে আসে, কিন্তু রাজ্য থেকে কোন হিসাব যায় না কেন্দ্রে, ২ লক্ষ ২৯ হাজার কোটি টাকার কোন হিসাব নেই, সেই টাকার হিসেব দিতে হবে রাজ্যকে।

North24Paragana1

Apr 01 2023, 19:24

মহা মিছিল সিটু কর্মচারীদের


উত্তর ২৪ পরগনা: আগামী ৫ই এপ্রিল সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, কৃষক সভা রাজ্য সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারী ইউনিয়ন সহ বামপন্থী সমস্ত গণসংগঠন গুলোর ডাকে দিল্লির অভিযান সেই কর্মসূচিকে সফল করতে আজ সিআইটিইউ উত্তর 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে মহা মিছিলের ডাক দেওয়া হয়। এই মহা মিছিলের প্রধান দাবি নতুন শ্রম আইন বাতিল করা ২০২২ বিদ্যুৎ বিল বাতিল করা কৃষি আইন বাতিল করা এবং কৃষকদের ঋণ মুকুব করা সহ বিভিন্ন দাবিতে আগামী ৫ই এপ্রিল দিল্লি অভিযান সফল করতে আজকের এই মহা মিছিল এই মহা মিছিল। প্রায় ৮ কিলোমিটার পথ পরিক্রমা করে শুরু হয় ব্যারাকপুরের বর্ডার অঞ্চল এম্পরিয়াম জুট মিল গেট থেকে শুরু হয়ে খরদা ইলেক্ট্রো স্টিলের এসে এই মহা মিছিল শেষ হয়।

মহা মিছিল শুরুর আগে এম্পোরিয়াল জুট মিলের গেটে একটি সভা হয় সেই সভার পরে শেষ হয় ইলেক্ট্র স্টিলের গেটে সেখানে আবার সংক্ষিপ্ত সভা হয় এই মহা মিছিলে উপস্থিত ছিলেন সি আই টি ইউ সর্বভারতীয় নেতৃত্ব গার্গী চ্যাটার্জি ঝন্টু মজুমদার সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য শিব শংকর ঘোষ প্রদীপ মজুমদার অনির্বাণ ভট্টাচার্য ব্যারাকপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান বিজলী কুমার মিত্র পীর মোহাম্মদ সহ সি আই টি ইউ সহ বিভিন্ন গণসংগঠনের ছাত্র যুব মহিলা এবং সি আই টি ইউ অনুমোদিত বিভিন্ন ইউনিয়নের কর্মীরা এই মহামিছিলে অংশগ্রহণ করে।

North24Paragana1

Apr 01 2023, 17:23

*পঞ্চায়েত নির্বাচনে ব্যালট পেপার রাখার জায়গাও পাহারা দেওয়ার নিদান নওশাদ সিদ্দিকীর*


উত্তর ২৪ পরগনা: তাকে জেলে পাঠানোয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন নওশাদ সিদ্দিকী। ভোট লুট রোখার পাশাপাশি ব্যালট পেপার রাখার জায়গাও পাহারা দেওয়া হবে বলে জানান নওশাদ।

আগামী পঞ্চায়েত নির্বাচনে দল বেঁধে নমিনেশন জমা দিতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যাবেন। ভোট লুট আটকাবো ,ব্যালট পেপার থাকবে যেখানে সেখানে পাহারা দেব ,ভোট চুরি হতে দেব না ।শনিবার অশোকনগরের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের মাটিয়াগাছা এলাকায় আইএসএফের দলীয় কর্মী সমাবেশে এসে কর্মীদের এমনটাই নির্দেশ দিতে দেখা যায় এই নেতাকে।

North24Paragana1

Apr 01 2023, 13:10

*বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েতের অনুষ্ঠিত হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি*


উত্তর ২৪ পরগনা: রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী রাজ্যের প্রতিটি ব্লকে ১লা এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত সপ্তম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সে মতোই ব্যারাকপুরের বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েতের অনুষ্ঠিত হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প গুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েতের।পঞ্চায়েত প্রধান দীপা পাইক সহ সমস্ত পঞ্চায়েত সদস্যরাই দুয়ারে সরকার ক্যাম্পে হাজির ছিলেন।

এই ক্যাম্পে রাজ্য সরকার কর্তৃক জনহিত কর প্রকল্প গুলির মধ্যে লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী প্রকল্পে মানুষের ভিড় সব থেকে বেশি। এছাড়াও অন্যান্য পরিষেবাগুলো পেতেও গ্রাম পঞ্চায়েত অঞ্চলের মানুষজন আসছেন আজকের এই দুয়ারে সরকার ক্যাম্পে এমনটাই জানালেন বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা পাইক।

North24Paragana1

Mar 31 2023, 18:03

*পানিহাটি পৌরসভার এঞ্জেলনগরে একটি বাড়িতে আগুন*


উত্তর ২৪ পরগনা: পানিহাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এঞ্জেলনগরের একটি বাড়িতে হঠাৎই আগুন লাগে। সাথে সাথে স্থানীয় বাসিন্দারা খবর দেয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে নির্দিষ্ট সময় পৌছালেও তার আগেই আগুন নিভিয়ে দেয় স্থানীয় বাসিন্দারা।

দমকল কর্মীরা দমকল ইঞ্জিন স্টার্ট দিতে গেলেই যান্ত্রিক গোলযোগের কারণে দমকলের ইঞ্জিনটি স্টার্ট না হওয়ায় আগুন নেভানোর কাজ করতে সক্ষম হয়নি দমকল কর্মীরা। দীর্ঘক্ষণ চেষ্টা করার পরেও দমকলের ইঞ্জিনটি বিকল অবস্থায় পড়ে থাকে ঘটনাস্থলে। এরপরেই ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় মানুষজন আগুন নিভে যাওয়ার পরেও দমকলের ইঞ্জিনটি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। পুলিশের মধ্যস্থতায় দমকলের ইঞ্জিনটি বের করে নিয়ে যেতে সক্ষম হোন দমকল কর্মীরা।

North24Paragana1

Mar 31 2023, 17:02

*দলে না থেকেও সিপিএমের পাশে শাসনের মজিদ মাষ্টার*

উত্তর ২৪ পরগনা : আমার চিরকুটে চাকরি দেওয়ার ক্ষমতা ছিল না বললেন শাসনের প্রভাবশালী সিপিআইএম নেতা মজিদ মাস্টার। সিপিএমের সময় চিরকুটে চাকরি নিয়ে যখন গোটা রাজ্য সরগরম সেই সময় উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট নিউটাউন বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জি বলেন সিপিএমের আমলে প্রচুর চাকরি হয়েছে চিরকুটে। এক প্রকার নস্যাৎ করে দিয়ে তার পাশের পঞ্চায়েত শাসন এর মজিদ মাস্টার বারাসাত আদালতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তিনি সারা জীবনের একটি শিডুল টাইপ মেয়েকে চাকরি দেওয়ার জন্য তদবির করেছিলেন। সেটা হয়েছিল। কিন্তু তাছাড়া আর যা যা তদবির করেছেন একটিও চাকরি হয়নি। শিডুল টাইপের একটি মেয়েকে সমাজএর সামনে এগিয়ে নিয়ে আসার জন্যই তিনি ওই তদবির করেছিলেন বলে দাবি করেন।

মজিদ মাস্টার বলেন, তিনি রাস্তার লোক চিরকুট ফিরকুট কিছু বোঝেন না। তাপস চ্যাটার্জি সম্পর্কে মজিদ মাস্টার বলেন উনিও উপরের লোক। ওরা অনেক কিছু বলতে পারে আমি জানিনা ওদের ব্যাপারে। চিরকুট চাকরির বিষয় তদন্ত করে দেখুক সরকার ,আমি যদি ১০ বছর আগে চুরি করে থাকি আমাকে এখন ধরলেও আপত্তি নেই ।

North24Paragana1

Mar 31 2023, 17:01

*বারাসাতে ভরাট পুকুর খনন করা শুরু করল প্রশাসনের*

উত্তর ২৪ পরগনা: বারাসাত রথ তলা সংলগ্ন শিশির কুঞ্জ নবতীর্থে প্রায় এক বিঘা সমান পুকুর ভরাট করে দিব্যি ব্যবসা করছিল স্থানীয় কিছু যুবকরা। এবার সেই ভরাট পুকুর খনন করে পুনরায় পুকুর করার উদ্যোগ নিলো বারাসাত ব্লক -১ এর বি এল আর ও সুদীপ্ত ব্যানার্জি। শুক্রবার সকালে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ওই ভরাট পুকুর খনন শুরু করল প্রশাসন।

North24Paragana1

Mar 31 2023, 13:56

*ফের অশোকনগর দুঃসাহসী চুরি*

উত্তর ২৪ পরগনা: বারংবার অশোকনগরে চলছে দেয়াল কেটে চুরি। ফের গতকাল আবার অশোকনগর থানা অন্তর্গত মানিকতলা ভ্যান স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুঃসাহসিক চুরি ঘটনায় আতঙ্ক অশোকনগরে। মানিকতলা ভ্যানস্টাইন সংলগ্ন এলাকায় রয়েছে সিপিআইএম পার্টি অফিস তারই গায়ে লাগানো একটি সোনার দোকান। এই উষা জুয়েলার্সে ঘটে গেল দুঃসাহসী চুরি।

দোকান মালিক জানায় কমপক্ষে ৪০-৫০ হাজার টাকার মাল খোয়া গিয়েছে। পাশের দোকানের টিম ভেঙে সোনার দোকানের দেয়াল কেটে এভাবে চুরির ঘটনায় প্রশাসনকে দায়ী করছে এলাকার মানুষ। ঘটনা তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

North24Paragana1

Mar 30 2023, 18:35

*রাম নবমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় কাঁকিনাড়ায় পা মেলালেন সাংসদ অর্জুন সিং*

উত্তর ২৪ পরগনা: আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে রামনবমী। প্রতি বছরই মিশ্র ভাষাভাষীর কাঁকিনাড়ায় ঘটা করেই পালিত হয়ে থাকে রামনবমী। বৃহস্পতিবার বিকেলে কাঁকিনাড়ার আর্যসমাজ মোড় থেকে শোভাযাত্রা বেরিয়ে মাদ্রাল হনুমান মন্দিরের কাছে শেষ হয়।এই বর্ণাঢ্য শোভাযাত্রায় এদিন হাঁটলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং, পুরসভার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, সিআইসি অমিত গুপ্তা, প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী, তৃণমূল নেতা দীপক সাউ প্রমুখ। এছাড়া বিজেপির রাজ্য যুব মোর্চার সম্পাদক উত্তম অধিকারীও রামনবমীর শোভাযাত্রায় পা মেলালেন।